ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমলার দখলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
আমলার দখলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪৫টি সেঞ্চুরি করে শীর্ষে আছেন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে তার থেকে অনেক পিছিয়ে হার্সেল গিবস, গ্যারি ক্রিস্টেন, গ্রায়েম স্মিথ, এবিডি ভিলিয়ার্সরা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা হাশিম আমলা দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। জ্যাক ক্যালিসের ধারেকাছে যেতে এখনও অনেক পথ বাকি।

তবে, এই সেঞ্চুরির মধ্যদিয়ে দ. আফ্রিকার কোনো টেস্ট ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির দেখা পেলেন আমলা।

মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন আমলা। ১১৩ বলে ১৪টি চারের সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

সর্বোচ্চ ৪৫ সেঞ্চুরি নিয়ে প্রোটিয়াদের সাবেক তারকা ১৬৫ টেস্ট খেলা জ্যাক ক্যালিস শীর্ষে। ১০৯ টেস্ট খেলা আমলার সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৮-এ।

হাশিম আমলা টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পান গত ম্যাচেই। ২০০ বলে ১৭টি চার আর একটি ছক্কায় ১৩৭ রান করে শফিউলের বলে মিরাজের তালুবন্দি হন আমলা। সে ম্যাচে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করেছিলেন সাবেক দলপতি গ্রায়েম স্মিথের সেঞ্চুরিকে। ১১৬ ম্যাচে ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। ১০৬ ম্যাচে ভিলিয়ার্সের সেঞ্চুরি ২১টি। ১০১ ম্যাচে গ্যারি ক্রিস্টেন হাঁকিয়েছিলেন ২১টি সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ইনিংস সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষেই আছেন আমলা। ২০১২ এর জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আমলা। সেটিই প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন ভিলিয়ার্স, ২০১০ সালে আবুধাবিতে, পাকিস্তানের বিপক্ষে। ২৭৮ রান করে অফরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।