ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সোহান-রনি ও রাব্বিতে বাড়তি শক্তি দেখছেন শান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
সোহান-রনি ও রাব্বিতে বাড়তি শক্তি দেখছেন শান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেকে সামনে রেখে টাইগার ‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি এবং বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

সফরকারীদের বিপক্ষে পুরো সিরিজে দারুণ কিছু করতে জাতীয় দলের হয়ে খেলা এই চার সদস্যই স্বাগতিকদের বাড়তি শক্তি হিসেবে কাজ করবে বলে বিশ্বাস দলপতি নাজমুল হোসেন শান্তর।

শনিবার (৭ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের আগে সংবাদ মাধ্যমকে তিনি এমন কথা জানান।

তিনি জানান, ‘সোহান, রাব্বি, রনি এবং সানজামুলকে প্রমাণিত পারফর্মার। অবশ্যই তারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এটা আমাদের দলের জন্য এটা খুবই ভালো দিক। ’

এসময় সফরকারী আইরিশদের বিপক্ষে প্রতিটি ম্যাচেই জয়ের প্রত্যয় ব্যক্ত করেন শান্ত, ‘আমাদের চিন্তা থাকবে জেতার জন্যই খেলবো। ম্যাচ বাই ম্যাচ ওভাবে পরিকল্পনা আছে। তো যে কয়টা ম্যাচই আছে জেতার জন্যই খেলবো। ’

আর ব্যক্তিগত লক্ষ্যের কথা জানতে চাইলে তিনি জানান, ‘নিজের লক্ষ্যটা হলো যত রান পাওয়া যায়। বড় বড় স্কোর করার পরিকল্পনা আছে। তবে বেশি চিন্তা করছি না। স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে চেষ্টা করবো। ’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের ‘এ’ দলের মধ্যকার এই সিরিজ। সিলেটে চারদিনের ম্যাচ শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।

এদিকে সিরিজে অংশ নিতে এরই বাংলাদেমে এসে পৌঁছেছে সফরকারী আইরিশ ‘এ’ দলের প্লেয়ার ও টিম ম্যানেজমেন্ট। আর সিরিজের প্রথম চার দিনের ম্যাচে অংশ নিতে স্বাগতিক ও সফরকারী দুই দলের আগামীকাল সিলেট পৌঁছানোর কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।