ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন আমির ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন আমির-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে ছিটকে গেলেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন গুরুতর চোট পান তিনি। আর এই ইনজুরি তাকে সাদা পোশাকের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে দিল। তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আবুধাবিতে দিবা-রাত্রির টেস্টে নিজের ১৭তম ওভার করতে এসে স্ট্রেস ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার আমির।

পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর ফিরে টেস্টে অবশ্য তেমন সাফল্য পাননি আমির।

এই সিরিজেই দুবাইয়ে প্রথম টেস্টে উইকেট শূন্য ছিলেন তিনি। আর দ্বিতীয় টেস্টে লঙ্কানদের প্রথম ইনিংসে একটি উইকেট দখল করেন।  

তবে রঙ্গিন পোশাকে বেশ গুরুত্বপূর্ণ বোলার তিনি। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তিন উইকেট নিয়ে শিরোপা জয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন। আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরে ২১ ওয়ানডে খেলে ৩০টি উইকেট নিয়েছে তিনি।

আগামী ১৩ অক্টোবর দুবাইতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।