ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১৯ পর্যন্ত পাকিস্তানের কোচ আর্থার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
২০১৯ পর্যন্ত পাকিস্তানের কোচ আর্থার ২০১৯ পর্যন্ত পাকিস্তানের কোচ আর্থার-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বর্তমান পুরুষ দলের কোচ মিকি আর্থারকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি নিশ্চিত করেছে পিসিবির এক কর্মকর্তা। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে জানা যায় তারা আর্থারের কোচিংয়ে সন্তুষ্ট।

কেননা তরুণ একটি দল হয়েও কিছুদিন আগে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তোলে পাকিস্তান। যেখানে ফাইনালে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।

২০১৬ সালের মে মাসে পাকিস্তানের কোচ হিসেবে নিযুক্ত হন আর্থার। একটি সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকান এ কোচ চান কোচিং অনান্য স্টাফদেরও যেন মেয়াদ বাড়ানো হয়, কেননা এই কম্বিনেশনেই বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়া যাবে।

দলে বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে আছেন জিম্বাবুয়ের কিংবদন্তি গ্র্যান্ড ফ্লাওয়ার। তিনি ২০১৪ সালে এ পদে যোগ দেন। তবে বোলিং কোচ আজহার মাহমুদ ও ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন আর্থারের পরে কোচিং স্টাফে নিযুক্ত হন।  

পিসিবির অফিসিয়াল থেকে জানানো হয়, চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যের পর আর্থার পাকিস্তানকে সেরা কোচিং অপশন হিসেবে বিশ্বকাপে প্রমাণ করতে পারবে। ২০১৯ সালের জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।