ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

খবরের শিরোনামে আরও তিন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
খবরের শিরোনামে আরও তিন ইংলিশ ক্রিকেটার বেয়ারস্টো, বল ও প্ল্যাঙ্কেট-ছবি:সংগৃহীত

হঠাৎ করেই ইংল্যান্ডের ক্রিকেট পাড়া বেসামাল হয়ে পড়েছে। একের পর এক ক্রিকেটারদের আচরণ ভঙ্গের ঘটনা ঘটছে। এবার এ কাতারে যোগ দিলেন দেশটির তিন ক্রিকেটার জনি বেয়ারস্টো, লিয়াম প্ল্যাঙ্কেট ও জ্যাক বল। তাদের অসদাচরণের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জরিমানা করেছে।

জরিমানার পাশাপাশি লিখিত একটি সতর্কবার্তাও পেয়েছেন তিন ক্রিকেটার। ইসিবির অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে তারা আচরণবিধি লঙ্ঘন করেন।

তবে ঠিক কি ধরনের অপরাধ তারা করেছেন, এ ধরনের কোনো মন্তব্য করেনি দেশটির বোর্ড।

ইতোমধ্যে জানা যায় অপ্রকাশিত কিছু অর্থ বেয়ারস্টো, প্ল্যাঙ্কেট ও বল পেশাদারী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কল্যাণ ফান্ড ও হর্ণসবি পেশাদারী ক্রিকেটার্স ফান্ডে জমা দিয়েছেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ব্রিস্টলে মারামারিতে জড়িয়ে পড়েন দেশটির অলরাউন্ডার বেন স্টোকস। সে সময় তার সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস। তাদের দু’জনকে পুলিশ গ্রেফতার করলেও পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখনও তদন্ত চলছে। যার কারণে আগামী অ্যাশেজে স্টোকসকে দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড।

এদিকে ইসিবি জানিয়েছে বেয়ারস্টো, প্ল্যাঙ্কেট ও বলের অপরাধের সঙ্গে ব্রিস্টলে স্টোকস ও হেলসের অপরাধের কোনো মিল নেই। কিন্তু স্কাই স্পোর্টস জানায়, ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে এই তিনজনও ছিলেন। তবে তারা ঘটনায় সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।