ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে নেওয়া হয়েছে মুশফিককে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
হাসপাতালে নেওয়া হয়েছে মুশফিককে ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ানে অলিভিয়েরার করা একটি বল বাংলাদেশ অধিনায়কের মাথায় এসে আঘাত করে। সবশেষ খবর অনুযায়ী মাথার স্ক্যানের জন্য মুশফিককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

হেলমেট পড়েই ছিলেন মুশফিক। কিন্তু বলের গতি বেশি থাকায় আঘাতে মাটিতে পড়ে যান বাংলাদেশের দলপতি।

ইনিংসের ১৩.২ ওভারের সময় এই ঘটনাটি ঘটে। ফলোঅনে পড়ে ব্যাট করা বাংলাদেশের রান তখন ৫২। দুই উইকেট হারিয়ে এগুচ্ছিল সফরকারীরা। তবে আঘাত পেলেও দলের ফিজিও এসে প্রাথমিক সেবা দিলে সুস্থ হয়ে ওঠেন মুশফিক। আর ব্যাটিংও করতে শুরু করেন। পরে ব্যক্তিগত ২৬ রানে বিদায় নেন মুশফিক।

মাঠ থেকে বাইরে আসার পর মুশফিকের মাথায় স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বাংলাদেশের গত নিউজিল্যান্ড সফরেও একবার ব্যাটিং করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুশফিক। তবে সেবার তেমন কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।