ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছে বিসিবি .

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে এটির অনুমোদনের জন্য ইতোমধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছে বিসিবি।

পাশাপাশি নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়, খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলরশিপ চেয়ে রোববার (৮ অক্টোবর) চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

কাউন্সিলরশিপ মনোনয়নে জেলা ক্রীড়া সংস্থাগুলো সময় পাচ্ছেন মাত্র ৫ দিন।

১৫ অক্টোবরের মধ্যে সবার নাম পাঠাতে বলেছে বিসিবি। কাউন্সিলরশিপ নিশ্চিত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিসিবি’র  বতর্মান পরিচালনা পর্ষদের সবশেষ বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রীড়া সচিবকে প্রধান করে এনএসসির পক্ষ থেকে একজন, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন, একজন আইনি পরামর্শক ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।

গত ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা  (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পরেই নির্বাচনমুখী হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।