ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জাহিদ-মিজানের সেঞ্চুরি, অপেক্ষায় জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
জাহিদ-মিজানের সেঞ্চুরি, অপেক্ষায় জুনায়েদ সিদ্দিকী ছবি: সংগৃহীত

১৯তম জাতীয় ক্রিকেট লিগের আসরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খুলনা বিভাগ ৭৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ বা শেষ দিন ব্যাটিংয়ে নামবে। ম্যাচে রংপুরের ব্যাটসম্যান জাহিদ জাভেদ সেঞ্চুরির দেখা পেয়েছেন।

খুলনা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। জবাবে, জাহিদের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে রংপুর তোলে ৩১৭ রান।

তৃতীয় দিন শেষে খুলনা বিনা উইকেটে তুলেছে ২২ রান।

প্রথম ইনিংসে খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৬১ রান। নাহিদুল ইসলাম করেন ৫১ রান। রংপুরের আরিফুল হক এবং সোহরাওয়ার্দি শুভ চারটি করে উইকেট নেন। নিজেদের প্রথম ইনিংসে রংপুরের সর্বোচ্চ রান আসে ওপেনার জাহিদের ব্যাট থেকে। ২১৭ বলে তিনি করেন ১১৫ রান। ধীমান ঘোষ করেন ৬৯ রান। খুলনার দলপতি আবদুর রাজ্জাক দুটি আর জিয়াউর রহমান তিনটি উইকেট নেন।

এদিকে, রাজশাহীর বিপক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলছে সিলেট। সিলেট প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়। আর রাজশাহী ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৭৯ রান। তৃতীয় দিন শেষে রাজশাহী ৫৮ রানের লিড নিয়েছে। এই ম্যাচেও সেঞ্চুরি হয়েছে। রাজশাহীর ওপেনার মিজানুর রহমান সেঞ্চুরি হাঁকান।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার সায়েম আলম ৪৭ রান করেন। ৬০ রান করেন আবুল হাসান। আর ৩৭ রান আসে আবু জায়েদের ব্যাট থেকে। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মিজানুর রহমান ১৬৯ বলে ২৪টি চার আর ১টি ছক্কায় করেন ১৪৩ রান। ৮২ রানে অপরাজিত জুনায়েদ সিদ্দিকী। ১৮ রানে অপরাজিত ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।