ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জমে উঠেছে দুবাই টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জমে উঠেছে দুবাই টেস্ট জমে উঠেছে দুবাই টেস্ট-ছবি:সংগৃহীত

দুবাই টেস্টের চতুর্থ দিন পুরো নাটকে ভরা ছিলো। যেখানে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাহাড়সম রান হলেও দ্বিতীয় ইনিংসে ধস নামে। তবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সুবিধে করতে না পারলেও, বোলিংয়ে পুষিয়ে দেওয়ার পর এক কথায় জয়ের পথেই হাঁটছে দলটি। শেষ দিন পাকিস্তানের জয়ের জন্য আরও ১১৯ রান দরকার, হাতে আছে পাঁচ উইকেট।

ম্যাচের চতুর্থ দিন সফরকারী লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানেই সবকটি উইকেট খোয়ায়। অথচ প্রথম ইনিংসে ৪৮২ রান করেছিল দলটি।

পাকিস্তানের টার্গেট দাঁড়িয়েছিল ৩১৭ রান। তবে জয়ের লক্ষ্যে নেমে বিপাকে পড়ে পাকিস্তানও।

দলীয় ৫২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ। তারা ১৪৬ রানের জুটি গড়ে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেন। শফিক করেন ৮৬ ও সরফরাজের ব্যাট থেকে আসে ৫৭ রান। ১৯৮ রানে দিন শেষ হয় তাদের। পাকিস্তান প্রথম ইনিংসে ২৬২ রান করেছিলো।

এর আগে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়। দলের হয়ে কেউ ৩০ রান পর্যন্ত করতে পারেনি। পাকিস্তানি ফাস্ট বোলার ওহাব রিয়াজ সর্বোচ্চ চার উইকেট তুলে নেন। হারিস সোহেন পান তিন উইকেট।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।