ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হওয়ার আগেই বন্ধের উপক্রম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
হওয়ার আগেই বন্ধের উপক্রম ছবি: সংগৃহীত

মহা সমারোহে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগ আসার কথা থাকলেও প্রথমবারের মতো হতে যাওয়া লিগটি নিয়ে শঙ্কা জেগেছে। আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার ভয়ে বন্ধ করে দেওয়া হতে পারে লিগটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর। এর ঠিক একদিন আগেই শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার এই লিগ।

ফলে, দুই লিগের কারণে অনেক বিদেশি ক্রিকেটাররা গ্যাঁড়াকলে পড়েন। কেউ বেছে নেন বিপিএল আর কেউ বেছে নেন টি-টোয়েন্টি গ্লোবাল লিগ।

তবে, সেটার জন্য নয়, টি-টোয়েন্টি গ্লোবাল লিগ পরিত্যক্ত হতে পারে আর্থিক ক্ষতির কারণে। গত মাসে এই লিগের সাবেক সিইও হারুন লরগাত পদত্যাগ করেন। তার দেখানো পথেই এগিয়েছিল লিগটি। লিগের অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি অভিযোগ করেছে, লরগাত না থাকলে নাকি এই লিগে ক্ষতির সম্ভাবনাই বেশি। বর্তমান অন্তবর্তীকালীন সিইও তাবাং মোরেই জানিয়েছেন, এই লিগ চালালে বোর্ড নাকি ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্থ হবে।

এমন দোটানায় লিগটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে। যেখানে শাহরুখ খান, প্রিতি জিনতার মতো বলিউড সুপারস্টাররাও এই দক্ষিণ আফ্রিকান বৈশ্বিক লিগে ফ্রাঞ্চাইজি মালিক বা সহ মালিক হিসেবে রয়েছেন। অভিযোগ তোলা ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘যখন আপনি বুঝবেন লিগটি সঠিক পথে চলতে পারবে না, তখন আপনি অবশ্যই নিজেকে গুটিয়ে নেবেন। আমরা অর্ধেক প্রস্তুত। সুতরাং বলা যায়, লিগটিতে ক্ষতির সম্ভাবনা বেশি। যিনি লিগটির দিকনির্দেশনা দিয়েছিলেন তিনি না থাকায় লিগটি বড় চ্যালেঞ্জের সামনে পড়বে। আমরা সেই পথে যেতে চাই না। ’

টাইটেল স্পন্সর, আনুষ্ঠানিক ব্রডকাস্টারের চুক্তি এখনও হয়নি। লজিস্টিক সাপোর্টেও রয়েছে গোলমাল। আর এই লিগটি যদি শেষ সময়েও না গড়ায় তাতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড আরও বড় ঝামেলায় পড়বে। তাদের ক্রিকেট ক্যালেন্ডারে বড় ঝামেলা বেধে যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।