ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইরিশ বধে মাঠে নামছে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আইরিশ বধে মাঠে নামছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে সিলেটে যাবার আগে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নাজমুল হোসেইন শান্ত বলেছিলেন, সিরিজের প্রতিটি ম্যাচই তারা জিততে চান। চার দিনের একমাত্র ম্যাচটিতো বটেই, পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেও।

সেই লক্ষ্যের বাস্তবায়ন ঘটাতে বুধবার (১১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচে সফরকারীদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

যেহেতু আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে স্বাগতিক বাংলাদেশ জয়ভিন্ন কিছুই ভাবতে চাইছে না সেহেতু শান্তদের বাড়তি শক্তিমত্তার বিষয়টি বিবেচনা করে দলে রাখা হয়েছে জাতীয় দলের হয়ে খেলা চার ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি এবং বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে।

সন্দেহ নেই এদের অধিকাংশই জাতীয় দলের পরীক্ষীত পারফর্মার। নির্বাচকদের এমন সুদূর প্রসারী বিবেচনাপ্রসূত সিদ্ধান্তে তাই নিজেদের লক্ষ্য অর্জনে অনেকটাই নির্ভার টাইগার ‘এ’ দলের অধিনায়ক, ‘অবশ্যই তারা আমাদের জন্য বাড়তি শক্তি। কেননা ওনারা সবাই প্রমাণিত পারফর্মার। নিঃসন্দেহে এটা আমাদের দলের জন্য খুবই ভালো একটি দিক। ’

শান্তর মতো স্বাগতিক দলের পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকও আইরিশ বধে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমরা তাদের নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মতোই খেলতে চেষ্টা করবো। আমাদের ব্যাটি, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভালো করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।