বুধবার (১১ অক্টোবর) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের স্বত্ত্বাধিকারী সাফওয়ান সোবহান এবং আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নাহিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের এমডির পররাষ্ট্র (ফরেন) বিষয়ক উপদেষ্টা ড. সাজ্জাদ হায়দার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব ও কালের কণ্ঠের বিজ্ঞাপন বিভাগের প্রধান জেড আহমেদ প্রিন্স প্রমুখ।
আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ জানান, খেলাধুলার বিষয়ে আমরা সবসময় আগ্রহী। এ ক্ষেত্রে স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতায় আমরা সবসময়ই এগিয়ে আসি। আর রংপুর রাইডার্সের সিলভার স্পন্সর হতে পেরে আমিন মোহাম্মদ গ্রুপ গর্বিত।
এদিকে একই দিন রংপুর রাইডার্স আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে। হেলমেট ক্যাটাগরিতে সারাহ্ রিসোর্টের সঙ্গে প্রথম চুক্তিটি হয়। আর দিনের সর্বশেষ বিশ্বব্যপী মোবাইল প্রস্তুত কোম্পানি নোকিয়ার সঙ্গে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সারাহ্ রিসোর্টের হয়ে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহাদাত হোসেন। আর ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোকিয়ার হয়ে চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএএম/জিপি/এমএমএস