আগামী ২২ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারীদের অ্যাসেজ সিরিজ। তার ঠিক আগেই আন্তর্জাতিক ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টোনি আইরিশ জানিয়েছেন, এবার নারী ক্রিকেটকে ‘টার্গেট’ করতে পারে জুয়াড়িরা।
গত জুলাইয়ে লর্ডসে আয়োজিত আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ৭৮ মিলিয়ন পাউন্ড অঙ্কের বেটিং হয়েছিল বেটফেয়ার নামক একটি সংস্থায়। যা ২০১৩ ফাইনালের থেকে ৮.৫ শতাংশ বেশি। খেলার উপর একটি জনপ্রিয় পরিসংখ্যান সংস্থার থেকে জানা গেছে, এবারের ফাইনালে দেড়শোটিরও বেশি সংস্থা নারী ক্রিকেটের বেটিংয়ে আগ্রহী ছিল।
ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আইরিশ এ নিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন আইসিসিকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে বিদ্রুপ করে তিনি বলেন, ‘আইসিসির পুরুষ ও নারী ক্রিকেটের দুর্নীতি বিরোধী শিক্ষা এখনও সে রকম চালু হয়নি এবং তা নিয়ে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনাও দেখা যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বেশ খারাপ দিন দেখতে হতে পারে ক্রিকেটপ্রেমীদের। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস