ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-অজি টি-২০, সিরিজ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-অজি টি-২০, সিরিজ ড্র বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-অজি টি-২০, সিরিজ ড্র-ছবি:সংগৃহীত

ভারী বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ নির্ধারণী ও তৃতীয় ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। হায়দ্রাবাদে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ১-১ ব্যবধানে সিরিজটি ড্র হলো।

এর আগে প্রথম টি-২০তে ভারত বৃষ্টি আইনে ৯ উইকেট ও তিন বল বাকি থাকতে জিতে নেয়। ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিন্তু দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজে ফিরে অজিরা।

অজিদের ভারত সফরে টি-২০’র আগে দু’দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো। সেখানে ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিলো ভারত।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।