টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশের হয়ে বিশ্রামে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি ম্যাচে ভালো করেছে।
এ প্রসঙ্গে সাকিব জানান, ‘মূল ম্যাচে কারা পারফরম্যান্স করে সেটাই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে ভালো করে মূল ম্যাচে যদি রান না করে, সেটা কাজে আসবে না। ’
আর ওয়ানডে সিরিজে টপঅর্ডার ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ওপরের দিকে তিন-চারজন যদি ভালো করে, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যায়। আমাদের ওপরের ব্যাটসম্যানরা যত ভালো করবে, পরের ব্যাটসম্যানদের জন্য তত সহজ হবে। ’
পাশাপাশি তিনি আরও জানান, ম্যাচে তিন বিভাগে ভালো খেলতে পারলে আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ, যেখানে থাকবে দুটি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস