ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব-ছবি:সংগৃহীত

২০১৮ সালের মার্চে জিম্বাবুয়ের মাটিতে বসছে ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে থাকছে দু’বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজও। কেননা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে ক্যারিবীয়রা।

উইন্ডিজরা ওয়ানডে তালিকার শেষ তিন দেশ জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে যোগ দেবে। আরও থাকছে আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের সেরা চার দল ও আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশন টু এর সেরা দুই দল।

এই টুর্নামেন্টটি মূলত বাংলাদেশে হওয়ার কথা ছিলো। তবে টাইগাররা ৩০ সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসি বেধে দেওয়া সেরা আট দলের মধ্যে চলে যাওয়ায় জিম্বাবুয়েকে বিবেচনা করা হয়।

আসরের জন্য জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব ও কুইন্স স্পোর্টস ক্লাববে বেছে নিয়েছে আইসিসি।

আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ ইতোমধ্যে চলছে। যেখানে আট জয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয়স্থানে পাপুয়া নিউগিনি। আর তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে স্কটল্যান্ড ও হংকং।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।