ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের জয় ছবি:সংগৃহীত

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র আনঅফিসিয়াল চার দিনের টেস্টে পাঁচ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের ১০৫ রান দরকার ছিলো। যেখানে মধ্যাহ্ন বিরিতির পরই কাঙ্খিত জয় আসে।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ‘এ’-২৫৫ ও ২১৩
বাংলাদেশ ‘এ’-৩৩৭ ও ১৩২/৫ (৩৯.৩ ওভার)

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৩২ রান। দিন শেষে দুই উইকেট হারিয়ে ২৭ করেছিলো স্বাগতিকরা।

শেষ দিন আরও তিন উইকেট হারালেও জয় ঠিকই ধরা দেয় বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী। ৩১ করেন নুরুল হাসান সোহান। এছাড়া ২৫ রান করেন ওপেনার সাদমান ইসলাম ও ২৪ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। আইরিশ বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রিনে চারটি উইকেট পান।

ম্যাচ সেরা হন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার ওপেনার সাদমান ইসলাম।

টেস্ট ম্যাচটির পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। যথাক্রমে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর। সবগুলোই ম্যাচের ভেন্যু কক্সবাজার।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।