ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে কিউইদের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ভারতের বিপক্ষে কিউইদের স্কোয়াড ঘোষণা ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী গ্লেন ফিলিপস এবং ঘরোয়া ক্রিকেটের পারফরমার টোড অ্যাস্টল।

২২ অক্টোবর মুম্বাইয়ে শুরু হবে প্রথম ওয়ানডে। ১ নভেম্বর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত-নিউজিল্যান্ড।

আগামী ৭ নভেম্বর দুই ফরমেটের সিরিজ শেষ করবে কিউইরা।

ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে রস টেইলর আর জর্জ ওরকারকে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে তারা খেলবেন না। টি-টোয়েন্টির আগে ভারত থেকে দেশে ফিরবেন তারা।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল সেনানিয়ার, টিম সাউদি, রস টেলর, জর্জ ওরকার।

টি-টোয়েন্টি স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল সেনানিয়ার, ইশ সোদি, টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।