ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে চোট পেয়ে প্রথম ওয়ানডে শেষ মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
অনুশীলনে চোট পেয়ে প্রথম ওয়ানডে শেষ মোস্তাফিজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালি মচকে গেছে মোস্তাফিজ‍ুর রহমানের। দলের অন্যতম সেরা পেসারকে ছাড়াই প্রথম ওয়ানডেতে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

জানা যায়, ম্যাচের ভেন্যু কিম্বার্লির ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় চোট পান মোস্তাফিজ। অ্যাংকেল (গোড়ালি) মচকে যাওয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না ‘কাটার মাস্টার’।

পায়ের অবস্থার ওপর নির্ভর করছে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা। টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরুতেই মোস্তাফিজের ইনজুরি বাংলাদেশ টিমের জন্য বড় ধাক্কা।

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে মোস্তাফিজবিহীন বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।