ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সতর্ক শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সতর্ক শুরু টাইগারদের ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজে হার। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয় দিয়েই শুরু করতে চায় টাইগাররা। এ প্রতিবেদন লেখা অবধি ৬ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ২৫ রান।

শুরু থেকেই সতর্ক ব্যাট করছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। প্রায় দুই বছর পর ওয়ানডেতে খেলতে নামা লিটন প্রথমবার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধেছেন।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওডিআইতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর দুইটায়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের আগের সফরগুলোও সুখকর হয়নি। স্বাগতিক দেশের বিপক্ষে তাদের মাটিতে কখনোই ৫০ ওভারের ম্যাচে জেতা হয়নি লাল-সবুজদের। তবে আগের বাংলাদেশ এখন আর তেমনটি নেই। এই ফরম্যাটে এখন তারা বিশ্বের শক্তিশালী দলগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে।

টেস্টে বিশ্রামে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ দলের সঙ্গী হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান। একই কারণে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবালও। ওয়ানডেতে অভিষেক হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। একাদশে নেই সৌম্য সরকার। প্রোটিয়াদের ড্যান প্যাটারসনের অভিষেক হয়। ১০০তম ওয়ানডে খেলতে নেমেছেন ডেভিড মিলার।

বাংলাদেশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকওয়েও, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।