ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেলেন মুস্তাফিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেলেন মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান (বাংলানিউজ ফাইল ছবি)

ঢাকা: যেন মরার উপর খাড়ার ঘা! স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে দুঃস্বপ্নের হারের পরপরই খবর এলো ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাকি সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন টাইগরার কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান।

শনিবার (১৪ অক্টোবর) কিম্বার্লিতে অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামা হয়নি লাল-সবুজের ক্রিকেটের অন্যতম সেরা এই বোলারের।

রোববার (১৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে মুস্তাফিজুরের ছিটকে যাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তজা নিজেই।  

তিনি বলেছেন, ‘‘ওর যখন থেকে চোট লেগেছে তখন থেকেই জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট। ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। ’’

তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি। কারণ মুস্তাফিজুরের ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে তার স্ক্যান রিপোর্টের পর।

সোমবার (১৬ অক্টোবর) কেপ টাউন যাবে টিম বাংলাদেশ। সেখানে মুস্তাফিজুরের স্ক্যান করা হবে। স্ক্যান শেষে তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।

মুশফিকের লড়াইয়ের পর অসহায় আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।