ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরকে সেরা মানেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আমিরকে সেরা মানেন কোহলি ছবি: সংগৃহীত

আবারো পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমিরের ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছেন এমন বোলারদের মধ্যে আমিরকেই সেরা মানেন ভারতীয় অধিনায়ক।

টিভি প্রোগ্রামে বলিউড সুপারস্টার আমির খানের চ্যাট শো’তে আমির বন্দনায় মাতেন কোহলি। কোহলির প্রতি আমির খান প্রশ্ন ছুঁড়ে দেন বর্তমান বিশ্বের সেরা বোলার হিসেবে কাকে বিবেচনা করেন এবং কে তাকে চাপে ফেলতে চ্যালেঞ্জ জানাতে পারে।

ব্যাটিং জিনিয়াস কোহলির প্রতিক্রিয়া, ‘সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মোহাম্মদ আমির...সে ওয়ার্ল্ডের শীর্ষ দুই বা তিনজন বোলারদের একজন এবং আমার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া কঠিনতম বোলার। যখন আপনি তাকে মোকাবিলা করবেন আপনাকে ‘এ’ গেম খেলতে হবে অন্যথায় সে আক্রমণ করবে। অসাধারণ! খুবই ভালো বোলার!’

ছবি: সংগৃহীতগত বছর এশিয়া কাপের সময়ও পাঁচ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে আসা আমিরের প্রশংসা করেছিলেন কোহলি, ‘মোহাম্মদ আমির যেভাবে বোলিং করে আমি তার প্রশংসা করি। আমি আসলে তাকে অভিনন্দন জানিয়েছি যখন সে বোলিং করে। এমন অসাধারণ স্পেল খেলতে পেরে আমি খুবই খুশি। সে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার। ’

আমিরকে নিজের একটি ব্যাটও উপহার দেন কোহলি। এমন প্রশংসা পেয়ে কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান আখ্যা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন আমির, ‘কোহলির প্রশংসা আমার দিন পরিপূর্ণ করেছে। আমাকে নিয়ে তিনি যা বলেছেন তা ওনার উদারতা। এটা একটা অনুপ্রেরণা যা আপনার প্রয়োজন এবং যখন এটি কোহলির মতো সুপারস্টারের কাছ থেকে আসে, এটার তাৎপর্য অনেক। অন্যদিকে, একইসঙ্গে বড় চ্যালেঞ্জও কারণ আমি যে এই প্রশংসার যোগ্য তা প্রমাণে এটি আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এমনকি ম্যাচ শুরুর আগে তিনি আমাকে নিয়ে কিছু ভালো কথা বলেছেন। এটা তার উদারতা। ’

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।