ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের কাছে অ্যাশেজ ‘যুদ্ধ’ ও ‘ঘৃণা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ওয়ার্নারের কাছে অ্যাশেজ ‘যুদ্ধ’ ও ‘ঘৃণা’ ছবি:সংগৃহীত

মাসখানেক পরেই ঐতিহ্যবাহী অ্যাশেজে নেমে পড়বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবারে পাঁচ ম্যাচের এ সিরিজ খেলতে অজি সফরে যাবে জো রুটের ইংল্যান্ড। তবে সিরিজ শুরুর বেশ আগেই কথার লড়াইয়ে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। যিনি এই সিরিজে ‘যুদ্ধ’ ও ‘ঘৃণা’ ছাড়া প্রতিপক্ষের জন্য অন্য কিছুই দেখছেন না।

অ্যাশেজে বরাবরই খেলা থেকে কথার লড়াই জমে ওঠে। আর জাতীয় দলে অভিষেকের পর থেকে কম যাননি ওয়ার্নারও।

যেমন করেছিলেন ২০১৩ ব্রিসবেন টেস্টে। সেবার বলেছিলেন, ইংলিশদের চোখে ভয় দেখেছিলেন।

এবারের সিরিজ প্রসঙ্গে এক সাক্ষাতকারে বাঁহাতি ওপেনার ওয়ার্নার বলেন, ‘এই অ্যাশেজে ইতিহাস ও গৌরব মিশে আছে। এখানে যত দ্রুত সম্ভব যুদ্ধে নামতে হবে। আমি প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে তাদের প্রতি ঘৃণার কথা ভাববো। তাদের যে করেই দমিয়ে আমাকে সেরা করার চেষ্টা করবো। ’

বর্তমানে অ্যাশেজের ট্রফি ইংল্যান্ডের কাছে। তবে শেষ তিনটি অস্ট্রেলিয়ার সফরের দুটিতেই হেরেছিলো দলটি। কিন্তু বর্তমানে ফর্মে রয়েছে ইংলিশরা। পাশাপাশি অজিদের উপমহাদেশ সফর ভালো হয়নি। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট হেরে সিরিজ ড্র করেছিলো।  

আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।