চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে আগে ব্যাট করা সিলেট ৩১৯ রান তোলে। জবাবে, ঢাকা মেট্রো সব উইকেট হারিয়ে তোলে ২৫৯ রান।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার ও দলপতি ইমতিয়াজ হোসেন ২১৭ বলে ১৭টি বাউন্ডারিতে করেন ১৩২ রান। রাজিন সালেহ ৪২ আর এজাজ আহমেদ ৪৬ রান করেন। ঢাকা মেট্রোর প্রথম ইনিংসে দলপতি মার্শাল আইয়ুব ৯৮ রান করে সাজঘরে ফেরেন। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং ফর্ম ধরে রেখে করেন ৪০ রান। ওপেনার শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৩১ রান। প্রথম ইনিংসে সিলেটের স্পিনার এনামুল হক জুনিয়র নেন ৫টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে সিলেটের সর্বোচ্চ রান আসে শানাজ আহমেদের ব্যাট থেকে (৬৬)। এছাড়া রাজিন সালেহ ২০, অলোক কাপালি ৩২ রান করেন। শাহানুর রহমান ৫৮ আর আবু জায়েদ করেন অপরাজিত ৫৩ রান।
৩২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান ১৩, সৈকত আলি ৩১, আসিফ আহমেদ ১১, মোহাম্মদ আশরাফুল ৬ আর ইলিয়াস সানি অফরাজিত ৩৭ রান করেন। সিলেটের এনামুল হক জুনিয়র প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট তুলে মোট ১০ উইকেট পান। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতেই। চারটি উইকেট নেন শাহানুর রহমান।
এই জয়ে সিলেট দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্থানে ওঠে আসলো। ৫ ম্যাচ থেকে দলটির সংগ্রহ ১২ পয়েন্ট। সঙ্গী একটি জয়, একটি পরাজয়, একটি ড্র আর দুটি পরিত্যক্ত ম্যাচ। এদিকে, সর্বোচ্চ ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী। ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চট্টগ্রাম আর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে ঢাকা মেট্রো।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
এমআরপি