ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘স্টোকস ক্ষমার অযোগ্য আচরণ করেছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
‘স্টোকস ক্ষমার অযোগ্য আচরণ করেছে’ ছবি: স্মিথ ও স্টোকস

ব্রিস্টলের রাস্তায় মারামারি করে পুলিশি ঝামেলায় থাকা ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস অ্যাশেজ দল থেকে বাদ পড়েছেন। অ্যাশেজে ইংলিশদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথ তাতে বেশ বিচলিত। তার মতে, ক্রিকেটের বাণিজ্যিক দিকটি দেখতে হলে এমন বিশ্ব তারকাকে খেলানো উচিৎ।

মাঠে ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণ তো আছে, মাঠের বাইরে বিশৃঙ্খলাজনিত কাজও বেশ কয়েকবার করেছেন স্টোকস। নাইট ক্লাবে অবাধ যাতায়াত ছিল তার।

বেশ বিপাকেই আছেন অলরাউন্ডার স্টোকস। সম্প্রতি তার সঙ্গে ক্রীড়া পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স ২ লাখ পাউন্ডের চুক্তি বাতিল করেছে। অ্যাশেজ দল থেকে বাদ পড়ার কারণে তার সঙ্গে বাৎসরিক ২ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৪৮৫ টাকার চুক্তি বাতিল করেছে নিউ ব্যালেন্স। এদিকে, সম্প্রতি ধূমপান করা অবস্থায় তার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সতীর্থ জেসন রয়ের বিয়েতে উপস্থিত হয়ে প্রকাশ্যেই এই তারকা ক্রিকেটার ধূমপান করে সমালোচিত হচ্ছেন।

স্মিথ এক সাক্ষাৎকারে জানান, ‘স্টোকস শেষ পর্যন্ত অ্যাশেজে খেলবে কিনা, তা আমার জানা নেই। এই বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। তবে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার জন্য, সবসময় সেরা ক্রিকেটারদের খেলানো উচিৎ। আর আপনার উচিৎ দলের সেরা ক্রিকেটারকে নিয়েই আমাদের বিপক্ষে খেলতে আসা। সেরা ক্রিকেটাররা খেললেই না টেস্ট ক্রিকেটের মান বাড়বে। ’

আগামী ২৩ নভেম্বর গ্যাবায় অ্যাশেজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।  

স্মিথ আরও যোগ করেন, ‘এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে, স্টোকস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু, স্টোকস মাঠের বাইরে যে আচরণ করেছে, সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। এটুকু বলতে পারি, আমাদের কোনো ক্রিকেটার স্টোকসের মতো মাঠের বাইরে ক্ষমার অযোগ্য এমন আচরণ করবে না। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।