ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের পরিবর্তে যাচ্ছেন শফিউল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
মোস্তাফিজের পরিবর্তে যাচ্ছেন শফিউল মোস্তাফিজের পরিবর্তে যাচ্ছেন শফিউল-ছবি:সংগৃহীত

চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরই প্রায় শেষ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। তার পরিবর্তে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা শফিউল ইসলাম আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। কিম্বার্লিতে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যায় মোস্তাফিজের।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন শফিউল। তবে কাঁধের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জায়গা না পাওয়ায় ফিরে এসেছিলেন দেশে।

এদিকে দ্বিতীয় ওয়ানডের ভেন্যু কেপ টাউনে পৌঁছাতে দেরি হয় বাংলাদেশের। ফলে মোস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। তাই তার ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শফিউলকে ওয়ানডে না টি-টোয়েন্টি সিরিজে খেলানো হবে তা পরে জানিয়ে দেবে টিম ম্যানেজম্যান্ট।

দলের আরেক তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল চোটে পড়ে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি। তবে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে তার খেলার কথা রয়েছে। পাশাপাশি প্রথম ওয়ানডেতে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম ইতিবাচক আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।

বুধবার (১৮ অক্টোবর) পার্লে বোল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দ.আফ্রিকা ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।