ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের অফিসিয়াল পার্টনার এশিয়ান অ্যাপারেলস

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
রংপুর রাইডার্সের অফিসিয়াল পার্টনার এশিয়ান অ্যাপারেলস রংপুর রাইডার্সের অফিসিয়াল পার্টনার এশিয়ান অ্যাপারেলস

চট্টগ্রাম: বিপিএল’র দল রংপুর রাইডার্সের অফিসিয়াল পার্টনার হয়েছে দেশের নামকরা শিল্প প্রতিষ্ঠান এশিয়ান অ্যাপারেলস।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে রংপুর রাইডার্সের চেয়ারম্যান ও মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ নাবিল এবং এশিয়ান অ্যাপারেলসের পক্ষে চট্টগ্রামের নামকরা শিল্প প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাকিফ সালাম সই করেন।

সাকিফ সালাম বলেন, এশিয়ান অ্যাপারেলস রংপুর রাইডার্সের অফিসিয়াল পার্টনার হতে পেরে খুবই আনন্দিত।

তিনি আশা প্রকাশ করেন রংপুর রাইডার্স নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শুরু হওয়া জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে খুব ভালো ফল করবে।

রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।