সংযুক্ত আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন ৩৭ বছর বয়সী হাফিজ। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া তারকা পেসার মোহাম্মদ আমিরকে টি-২০ দলে রেখেছেন নির্বাচকরা।
গত মাসে লাহোরে অনুষ্ঠিত বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে থাকা ওমর আমিন, ফাহিম আশরাফ ও আমের ইয়ামিন সহ অন্যরা নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়া একমাত্র খেলোয়াড় পেসার সোহেল খান।
ঐতিহাসিক সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর শীর্ষ ক্রিকেট ফেরাতে এটি ছিল বড় উপলক্ষ। লঙ্কানদের বিপক্ষে ২৯ অক্টোবরের বহুল প্রতিক্ষীত তৃতীয় ও শেষ ম্যাচটিও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে আবুধাবিতে হবে প্রথম দুই টি-টোয়েন্টি (২৬ ও ২৭ অক্টোবর)।
পাকিস্তান টি-২০ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির (ফিটনেস সাপেক্ষে), রুম্মান রাইস, উসমান খান, উমর আমিন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমআরএম