ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
একাদশে ফিরলেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে তামিম ইকবালের উপস্থিতি বাড়তি স্বস্তি দিচ্ছে বাংলাদেশ শিবিরে। পেশীর সমস্যার কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে মিস করেন দেশসেরা ওপেনার।

তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচেই ওয়ানডেতে অভিষিক্ত তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেও বোলারদের নিদারুণ ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। তামিমের পাশাপাশি অ্যাঙ্কেল (গোড়ালির) ইনজুরিতে সীমিত ওভারের সিরিজ থেকেই ছিটকে পড়া মোস্তাফিজুর রহমানের অভাবটা ভালোই টের পায় টিম বাংলাদেশ।  

ব্যাটিংবান্ধব উইকেটে ওপেনিং জুটিতে ৪৩ বল হাতে রেখে ২৭৯ রানের টার্গেট টপকে যান দুই সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক ও হাশিম আমলা। ২-০ তে টেস্ট সিরিজ জয়ের পর দাপটের সঙ্গেই তিন ম্যাচ ওডিআই সিরিজে ১-০ তে লিড নেয় প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।