ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের হাফিজের বোলিং নিয়ে সন্দেহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ফের হাফিজের বোলিং নিয়ে সন্দেহ ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়ারা। সেই ম্যাচে লাহিরু থিরিমান্নের উইকেটটি নিয়ে ৮ ওভারে ৩৯ রান খরচ করেছিলেন হাফিজ।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ফিরেছেন হাফিজ। ঘরের মাটিতে বিশ্ব একাদশের বিপক্ষে সবশেষ সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এ অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার।

তবে, সংযুক্ত আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন ৩৭ বছর বয়সী হাফিজ।

হাফিজের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগে অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় আরও দুইবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি এ তারকা ক্রিকেটার। তবে, এবার এখনও নিষেধাজ্ঞা পাননি তিনি। আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির পরীক্ষাগারে যেতে হবে হাফিজকে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কিংবা আইসিসির অনুমোদিত ল্যাবের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।