ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডের মাঠ নিয়ে পাপনের অসন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
দ্বিতীয় ওয়ানডের মাঠ নিয়ে পাপনের অসন্তোষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

স্বাগতিক দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয় পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে। ম্যাচ খেলতে নামার আগেই মাঠটি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ দলের মধ্যে। দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু মাঠ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। মাঠটিকে দেশের আবাহনী ক্লাবের মাঠ বলে উল্লেখ করেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

কেন মাঠ নিয়ে এই আতঙ্ক? জানা যায়, অসমান মাঠের বিভিন্ন স্থানে ঘাস উঠে ছিল। বেরিয়ে থাকে কালো মাটি।

তার ওপর বৃষ্টিতে সেই মাটি গলে কাদা হয়ে যায়।

দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে বারবারই টিভি স্ক্রিনে মাঠের এমন দৈন্য দশা দেখা যায়।

এমন মাঠে ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের চোট পাওয়ার সম্ভাবনা ছিলো প্রবল। আন্তর্জাতিক ম্যাচের স্টেডিয়ামের এমন অবস্থা যেমন মেনে নিতে পারেনি বাংলাদেশ দল, তেমনি মেনে নিতে পারছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্যবিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনও।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি মাঠ নিয়ে অষন্তোষ প্রকাশ করেন। এ সময় পাপন বলেন, ‘এই ধরনের মাঠে প্লেয়াররা ডাইভ দিলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। আমি যেহেতু ওখানে নেই তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করছি ওখানে যারা আছে তারা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেবে। ’

এসময় সংবাদ মাধ্যমের সামনে টাইগার পেসার রুবেল হোসেনের প্রশংসা করেন পাপন। বলেন, ‘সবার চেয়ে রুবেলের পাফরম্যান্সটা ভালো ছিলো। এই সিরিজে এই পর্যন্ত রুবেলই ভালো করেছে। যাকে আমরা ২০১৫ বিশ্বকাপ থেকেই দেখছি। ’

উল্লেখ্য, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে বল হাতে বাংলাদেশের অন্যান্য পেসাররা নিস্প্রভ থাকলেও একমাত্র রুবেল হোসেনই যা আলো ছড়িয়েছেন। সিরিজের প্রথম টেস্টে না খেলা রুবেল দ্বিতীয় টেস্টে পেয়েছিলেন ১টি উইকেট। এরপর ওয়ানডে সিরিজের প্রথমটিতে হাশিম আমলা ও ডি ককের ক্ষুরধার ব্যাটের সামনে কলকে না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছিলেন ৬ উইকেটের ৪টিই, বাকি দুটি সাকিবের দখলে যায়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।