সৌম্য ছাড়া আর যারা আছেন; তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাতের মতো ক্রিকেটাররা। বিপিএলের মতো টুর্নামেন্টে তাদের ওপর কতটুকু ভরসা করা যায় সেটা খুব সহজেই বোধগম্য।
কেননা সৌম্য ছাড়া দেশিদের তালিকায় বলার মতো আরেকটি নামই ছিলো, সেটি হলো তাসকিন আহমেদ। কিন্তু সম্প্রতি অফফর্মে থাকায় বিপিএলের এই মৌসুমে তার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিদের ভালো কিছুর প্রত্যাশা না করাই শ্রেয়!
এছাড়া শুভাশিষ রায়, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাইম হাসান, ইয়াসির আরাফাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টির কোন অভিজ্ঞতাই নেই। তানভীর হায়দার দেশের হয়ে দু’একটি ম্যাচ খেললেও মাঠে তিনি কতটা পারফর্মার সেটা সবারই জানা।
দলটির দেশি প্লেয়ারদের এমন অবস্থায় সন্দেহাতীতভাবেই বিদেশিদের ওপর নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। কিন্তু বিদেশিদের অবস্থাও কী খুব ভালো? আসুন আগে দেখে নেই বিদেশিদের কোটায় কারা আছেন। লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ উল হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।
উল্লেখিত নামগুলোর ভেতর কেবল মিসবাহ উল হক, জীবন মেন্ডিস, লুক রনকি এবং নজিবুল্লাহ জাদরান ছাড়া বাকি সবারই টি-টোয়েন্টিতে উল্লেখ করার মতো কিছু নেই। মিসবাহ-উল-হকের ব্যাটিং গড় ৩৭.৫২, নজিবুল্লাহ জাদরান ৩৩.৮৪, জীবন মেন্ডিস ২১.৮৮ এবং লুক রনকির ১৮.৮৯।
ব্যাটহাতে গড় ২১.৮৮ হলেও বল হাতে আহামরি কিছুই করেননি লঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস। ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৬টি। জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজার ব্যাটিং গড় ১৩.৬৪ এবং ২৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৯টি।
লঙ্কান ওপেনিং ব্যাটসম্যান দিলশান মুনাবেরার ১৩ ম্যাচে ব্যাটিং গড় ১৭.৯১। ইংলিশ স্লো আর্ম অর্থোডক্স বোলার লিয়াম ডসন খেলেছেন মাত্র ৪টি আন্তর্জাতিক টি-২০। চার ম্যাচে তার উইকেট সংখ্যাও চার। আর জার্মেইন ব্ল্যাকউডের টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকই হয়নি।
এমন মোটামুটি মধ্যম সারির ক্রিকেটারদের নিয়েই বিপিএলের পঞ্চম আসরের শিরোপা রণে নামছে দ্বিতীয় মৌসুমের রানার্সআপ চিটাগং ভাইকিংস। (ওই মৌসুমে নাম ছিল চিটাগং কিংস)। অবশ্য গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কখন কী হয় সেটা আগে থেকেই বলা মুশকিল। তার উপরে আবার টি-টোয়েন্টি। যেখানে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে কয়েকজনই যথেষ্ট।
কিন্তু তারপরেও ‘মর্নিং শোজ দ্য ডে’ বলেও তো একটি কথা আছে। তাই না?
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম