ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ বাঁচালো জিম্বাবুয়ে, সিরিজ উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
ম্যাচ বাঁচালো জিম্বাবুয়ে, সিরিজ উইন্ডিজের ছবি: সংগৃহীত

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ব্যাটিং দৃঢ়তায় ড্র নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। কিন্তু সিরিজটি ১-০ তে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের অধিনায়কত্বে ক্যারিবীয়দের এটাই প্রথম টেস্ট সিরিজ জয়।

স্কোর: জিম্বাবুয়ে - ৩২৬ ও ৩০১/৭ (১৪৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ - ৪৪৮

শেষ দিনে সিকান্দার রাজা (৮৯) ও রেগিস চাকাবা (৭১ অপ.) চমৎকার ব্যাটিং দৃঢ়তা প্রদর্শন করেন। ৯ নম্বরে নেমে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ২৮ রানের মূল্যবান অপরাজিত ইনিংস খেলতে ১৫০ বল মোকাবিলা করেন।

শেষ পর্যন্ত দু’পক্ষ ড্র মেনে হাত মেলান।

প্রথম ইনিংসে ৮০ রান করেন সিকান্দার রাজা। টেস্ট ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জ্যাক ক্যালিসের পর টেস্টে দু’টি ৮০ ছাড়ানো ইনিংস ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান এই ব্যাটিং অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা ক্যারিবীয় লেগস্পিনার দেবেন্দ্র বিশু।

ম্যাচ ড্রয়ের আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৪ ওভার খেলে সাত উইকেটে স্কোরবোর্ডে ৩০১ রান তোলে জিম্বাবুয়ে। স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৭৯। ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন ক্রেমার ও চাকাবা। পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রান তোলেন রাজা-মুর। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ৩২৬ রানে।

এ ম্যাচে দারুণ সব পার্টনারশিপ উপভোগ করেন দর্শকরা। ২৩০ রানে ৭ উইকেট হারানোর পর ২১২ রানের অসাধারণ জুটিতে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন জেসন হোল্ডার ও শেন ডউরিচ। দু’জনই সেঞ্চুরি হাঁকান। সবকটি উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৪৪৮।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ১৪ রানে তিন উইকেট হারালে চাপের মুখে দলের হাল ধরেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও পিটার মুর। দু’জনের জুটিতে আসে ১৪২। সিকান্দার রাজাকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৯০ রান যোগ করেন অভিজ্ঞ মাসাকাদজা।

একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের টেস্টে জিম্বাবুয়েকে ১১৭ রানে হারায় ও. ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।