ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশি-বিদেশি ‘অস্ত্রে সজ্জিত’ খুলনা টাইটান্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
দেশি-বিদেশি ‘অস্ত্রে সজ্জিত’ খুলনা টাইটান্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গতবার বেশ ভালোই পারফর্ম করেছিল খুলনা টাইটান্স। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে দুর্দান্ত খেলা খুলনা শেষ পর্যন্ত নকআউট পর্বে বিদায় নেয়। তার আগে ১৪ ম্যাচ খেলে সাতটি জয় পেয়েছিল দলটি। এবার বিপিএলের পঞ্চম আসরে দেশি তারকাদের পাশাপাশি বিদেশি তারকাদের নিয়ে শিরোপার দিকেই চোখ রাখবে খুলনা টাইটান্স।

গতবারের থেকে এবারে খুলনার বেঞ্চ শক্তিশালী। বিদেশি তারকাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিনগার।

সম্প্রতি দারুণ ফর্মে থেকে খেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে। সেখানে ১৬১ রানের দারুণ এক ইনিংস খেলে করেছেন ন্যাট ওয়েস্টের সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড। এছাড়া খুলনার বিদেশি খাতায় জমা আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলে রুশো। আরও আছেন দক্ষিণ আফ্রিকান কাইল অ্যাবোট, পাকিস্তানের সরফরাজ আহমেদ, শাদাব খান আর ওয়েস্ট ইন্ডিজের চ্যাডিউইক ওয়ালটন।

আগের আইকন মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই। খুলনা এবার রেখে দিয়েছে পাকিস্তানের পেসার জুনাইদ খানকে। দেশি তরুণ তারকাদের নিয়ে সাজানো খুলনার শিবিরে আছেন ‘এ’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব এবং অনূর্ধ্ব-১৯ দলের সাইফ হাসান। এর মধ্যে আফিফ এবং সাইফ মাত্রই হংকংয়ে সিক্স-এ-সাইড টুর্নামেন্টে খেলে এসেছেন। ইনজুরির কারণে ‘এ’ দলে খেলতে না পারলেও সাইফ প্রথম শ্রেণির ম্যাচে ৪৭ গড়ে রান তুলেছিলেন, যেখানে একটি ডাবল সেঞ্চুরির ইনিংস ছিল। এছাড়া, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩৩ গড়ে একটি সেঞ্চুরি আর ছয়টি হাফ-সেঞ্চুরি করে নিজের জানান দিয়েছেন।

তবে, দলের পারফর্মে খুলনার সমর্থকরা তাকিয়ে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদের দিকে। গত আসরে প্রায় একাই দলকে টেনেছিলেন তিনি। কোচ হিসেবে দলটিতে আছেন শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। আইপিএলের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোচিং করিয়েছেন তিনি। খুলনার কোচিং স্টাফকে সাহায্য করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবাল।

খুলনার দলে আরও বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ডেভিড মালান, কার্লোস ব্রাথওয়েইট, সেকুজে প্রসন্ন, বেনি হাওয়েল, আকিলা ধনাঞ্জয়া, সিহান জয়সুরিয়া, জোফরা আর্চারদের মতো তারকারা। আর দেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আছেন সিনিয়র অলরাউন্ডার মোশাররফ রুবেল। আছেন আরিফুল হক, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, মুক্তার আলি, ধীমান ঘোষরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।