শুক্রবার (০৩ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রংপুর রাইডার্সের অধিনায়ক জানান, আমাদের টিম কম্বিনেশন বেশ ভালো।
সর্বাধিক ৫ বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজাতে পারবে এবারের দলগুলো। দেশি খেলোয়াড়দের সুযোগ কমে যাবার বিষয়ে মাশরাফি বলেন, বিপিএলে দলের কোয়ালিটি অনুসারে খেলোয়াড়দের সেই মানের হতে হবে। আমাদের দেশি খেলোয়াড়দের সেই যোগ্যতা দেখিয়ে দলে নিজেকে অন্তর্ভূক্ত করতে হবে। তাতে বিদেশি খেলোয়াড়দের আধিক্য কমে আসবে।
তবে, অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়রা দলে আসায় তাদের সঙ্গে দেশি ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা বিনিময় করতে পারবে বলে মনে করেন মাশরাফি। সিলেটের মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে মাশরাফি বলেন, আগের চেয়ে এই মাঠে অনেক পরিবর্তন এসেছে। মাঠটি অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের একটি মাঠ।
বাংলাদেশে বাউন্স উইকেট স্যুট করে না উল্লেখ করে মাশরাফি জানান, আমাদের দেশে আবহাওয়ার কারণে বাউন্সি উইকেট সম্ভব না। তারপরও শীতকালে মাঠে একটু ময়েশচার থাকে। রুলিং পানি ঠিক মতো হলে একটু বাউন্স উইকেট পাওয়া যেতে পারে। এছাড়া আয়োজকরা বিপিএল আসরকে আগের চেয়েও অনেক গুছিয়ে এনেছে।
সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত অনুশীলনে মগ্ন থাকে রংপুর রাইডার্সের খেলোয়াড়রা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি