ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেই সাকিব-স্মিথ-অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেই সাকিব-স্মিথ-অ্যান্ডারসন সাকিব,স্মিথ ও অ্যান্ডারসন

বুলাওয়েতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পূর্ণাঙ্গ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। দু’দলের খেলোয়াড়দের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আসলেও শীর্ষ পজিশনগুলো অপরিবর্তিত।

টিম র‌্যাংকিংয়ের অবস্থান আগের মতোই। সিরিজ শুরুর আগের ৭৫ রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করেছে অষ্টম স্থানধারী ও. ইন্ডিজ।

তলানিতে থাকা জিম্বাবুয়ে ২ পয়েন্ট অর্জন করে রেটিংয়ে প্রবেশ করেছে। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ১-০ তে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। সেরা পাঁচ অলরাউন্ডারও হেরফের হয়নি। ব্যাটসম্যানদের নাম্বার ওয়ান স্টিভেন স্মিথ, বোলারদের নেতৃত্ব জেমস অ্যান্ডারসনের হাতে, যথারীতি সেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন সাকিব আল হাসান।

ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন দ্বিতীয় টেস্টে চমৎকার অলরাউন্ডার নৈপুণ্য দেখানো সিকান্দার রাজা। এছাড়াও হ্যামিল্টন মাসাকাদজা, জেসন হোল্ডার ও শেন ডউরিচ র‌্যাংকিংয়ে উন্নতি করাদের মধ্যে অন্যতম।

উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল শীষ ২০ জনের তালিকায় নাম লিখিয়েছে। এর আগে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে ছিলেন। দ্বিতীয় টেস্টে চার উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে এবার ২০তম অবস্থানে পা রাখলেন।

গ্যাব্রিয়েল এখন উইন্ডিজের সর্বোচ্চ র‌্যাংকধারী বোলার। ছাড়িয়ে গেছেন লেগস্পিনার দেবেন্দ্র বিশুকে, যিনি ২২তম পজিশনে রয়েছেন। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ শেষ করা গ্যাব্রিয়েলের পেস সঙ্গী কেমার রোচ চার ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন।

সফরকারীদের একমাত্র ইনিংসে ২১২ রানের অষ্টম উইকেট জুটিতে নজর কাড়েন অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডউরিচ। দু’জনই সেঞ্চুরি হাঁকান। ১১০ রান করা হোল্ডার পাঁচ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে ও ১০৬ রানের ইনিংস ডউরিচকে ১৭ ধাপ উন্নতিতে ৮৩তম অবস্থানে নিয়ে গেছে। ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েলও (৬৩) পাঁচ ধাপ এগিয়েছেন।

জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে ১৪৭ রানের দায়িত্বশীল ব্যাটিং উপহার দেওয়া হ্যামিল্টন মাসাকাদজা ৮ ধাপ এগিয়ে ৪১তম পজিশন ছুঁয়েছেন। ৮০ ও ৮৯ রানের কার্যকারী ইনিংসে খেলে ১২ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৪৪তম অবস্থানে সিকান্দার রাজা। বোলিংয়েও প্রথমবার পাঁচ উইকেটের কীর্তিতে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে (+২৪, ৮৩তম) এই অফস্পিন অলরাউন্ডার।

টেস্ট টিম র‌্যাংকিং: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে।

শীর্ষ দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, চেতশ্বর পুজারা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, হাশিম আমলা, লোকেশ রাহুল, অজিঙ্কা রাহানে, আজহার আলী।

শীর্ষ দশ বোলার: জেমস অ্যান্ডারসন, রবিন্দ্র জাদেজা, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, ডেল স্টেইন, নেইল ওয়াগনার, স্টুয়ার্ট ব্রড।

সেরা পাঁচ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস, মঈন আলী।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।