শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক জানান, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনি একজন ‘ডাইনিবিদ্যায়’ পারদর্শীর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। যিনি আবার তার এক বন্ধুর মা।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ২-০ জিতলেও তার পরে শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের একদিনের সিরিজ হারে ৫-০ ব্যবধানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লঙ্কানরা হেরেছে ৩-০ ব্যবধানে।
এদিকে, পাকিস্তান দলপতি সরফরাজের দাবি, ‘ডাইনিবিদ্যা’ বাজে কথা, বাজে ব্যাটিংয়ে হেরেছে পাকিস্তান। তিনি জানান, ‘আমরা দুই টেস্টেই হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য, এটাই সত্যি। তারা যদি জাদু বা ডাইনিবিদ্যা দিয়ে টেস্ট জিততে পারত, তাহলে ওয়ানডে আর টি-টোয়েন্টি কেন জিতলো না? আমি পবিত্র কোরআনে বিশ্বাস করি। একসময় পৃথিবীতে জাদু ছিল সেটাও বিশ্বাস করি। কিন্তু আবারো বলছি টেস্ট সিরিজে বাজে ব্যাটিংয়েই হেরেছি। সেই সিরিজে আমাদের অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। ’
অবশ্য ভাগ্যগণনা বা এ ধরনের কোনও তথাকথিত ডাইনিবিদ্যায় পারদর্শীর কাছে গিয়ে কোনো বড়সড় কাজের আগে আশীর্বাদ নেওয়ার ঘটনা শ্রীলঙ্কায় এটিই প্রথম নয়। ২০১৫ সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে তার ব্যক্তিগত জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে এগিয়েছিলেন। যদিও সেই নির্বাচনে হেরে যান তিনি। শ্রীলঙ্কার সমর্থকরা যদিও তাদের টেস্ট অধিনায়কের এই মন্তব্যের পর ইন্টারনেটে রসিকতা শুরু করেছেন।
কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে চান্দিমালের সেই বন্ধুর মাকে সরাসরি ‘প্রতারক’ও বলেন। ক্রিকেটে এমন ধরনের ঘটনা শোনা যায়নি। চান্দিমালের বক্তব্য শুধু তার দেশেই নয়, ক্রিকেট বিশ্বেই প্রবল চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৭
এমআরপি