ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচেই রেকর্ডের সামনে সাকিব-সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
উদ্বোধনী ম্যাচেই রেকর্ডের সামনে সাকিব-সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আর মাত্র ২৯ রান করলেই এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করবেন সাকিব আল হাসান। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই চার অঙ্কের ঘরে পৌঁছে যেতে পারেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক।

পঞ্চম আসরের প্রথম ম্যাচ দিয়ে ১ হাজার রান পূর্ণ করার সুযোগ পাচ্ছেন সিলেট সিক্সার্স আইকন সাব্বির রহমান (৯১০)।

শনিবার (৩ নভেম্বর) সাত দলের অংশগ্রহণে এবারের এডিশনের পর্দা উঠবে।

পরদিন যথাক্রমে সিলেট-কুমিল্লা ও খুলনা-ঢাকা ম্যাচ। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে চিটাগং ভাইকিংস।

উদ্বোধনী ম্যাচে সাকিবের দলকে আতিথ্য দেবে সাব্বিরের সিলেট। খেলা শুরু দুপুর ২টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

গত আসর দিয়ে তিনজন ১ হাজার রান স্পর্শ করেন। সবার উপরে মুশফিকুর রহিম। ৪৬ ম্যাচে (৪৩ ইনিংস ব্যাটিং করেছেন) তার সংগ্রহ ১১৭২। ব্যাটিং গড় ৩৬.৬২। দ্বিতীয় স্থানে বাংলাদেশ ক্রিকেটের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ ম্যাচে (৪৭ ইনিংস) তার ব্যাট থেকে এসেছে ১০৮৮। গড় ২৭.২০।

দ্রুততম সময়ে ১ হাজার রানের রেকর্ড গড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলে নিজের ৩৪ ম্যাচের ৩৩ ইনিংসে ব্যাট করে ৩৪.২০ গড়ে তামিমের রান ১০২৬।

মর্যাদাপূর্ণ এ তালিকায় নাম লেখানোর সবচেয়ে কাছে সাকিব। ৯৭১ রান করতে ৪৮টি ম্যাচ (৪৭ ইনিংস) খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পঞ্চম স্থানে পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ (২৭ ম্যাচে ৯৩৭)।

চিটাগং ভাইকিংসের এনামুল হক বিজয় সাব্বিরের চেয়ে এগিয়ে। ৪৯ ম্যাচে (৪৫ ইনিংস) ৯২৪ রান করেছেন প্রতিভাবান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চার অঙ্কে নাম লেখাতে ৯০ রান দূরে জাতীয় দলের নিয়মিত মুখ সাব্বির। এখন পর্যন্ত ৫১ ম্যাচ (৪৪ ইনিংস) খেলেছেন তিনি। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১টি।

নাসির হোসেনও এক হাজার রানের পেছনে ছুঁটছেন। ৪৮ ম্যাচের ৪০ ইনিংসে ব্যাট করে ৮৮৪ রান করেন ‘দ্য ফিনিশার’ খ্যাত এই ব্যাটিং অলরাউন্ডার। ঢাকা ডায়নামাইটস থেকে সাব্বিরের টিমে যোগ দিয়েছেন নাসির।

শীর্ষ দশের বাকি দু’জন হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওপেনার ইমরুল কায়েস ও ১টি সেঞ্চুরির মালিক শাহরিয়ার নাফিস। ৪০ ম্যাচে ইমরুলের পুঁজি ৮৫০। অভিজ্ঞ নাফিস ৩৪ ম্যাচে (৩২ ইনিংস) করেন ৮২৯।

বোলারদের মধ্যে সবার উপরে সাকিব। ৪৮ ম্যাচে ৬১টি উইকেট শিকার করেছেন তিনি। ৬০ উইকেট নিয়ে নিটকতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার। এবার তিনি খেলবেন ঢাকার হয়ে। গতবার ছিলেন বরিশাল টিমে। সেরা তিনে ঢাকা থেকে খুলনায় নাম লেখানো স্পিনার মোশাররফ হোসেন রুবেলের দখলে ৪৭ উইকেট।

আর্থিক চুক্তি লঙ্ঘনের দায়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বরিশাল বুলস। তাই দলের সংখ্যা ৮টি থেকে কমে সাত। গতবার বরিশালের হয়ে খেলা মুশফিক ফিরেছেন রাজশাহীতে আর নাফিসকে দলে ভিড়িয়েছে রংপুর। চিটাগং ছেড়ে তামিমের কাঁধে এবার ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব। মাহমুদউল্লাহর ওপরই ভরসা রাখছে খুলনা টাইটান্স।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।