ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সব দল সমান শক্তিশালী, কঠিন প্রতিযোগিতা হবে’

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
‘সব দল সমান শক্তিশালী, কঠিন প্রতিযোগিতা হবে’ ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে বেশিরভাগ দল সমান শক্তিশালী। তাই কঠিন প্রতিযোগিতা হবে বলে মনে করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের নতুন দল ও স্বাগতিক হিসেবে খেলতে নামবে সিলেট সিক্সার্স।

শুক্রবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সাকিবের দলের বিপক্ষে সিলেটের ম্যাচ।

তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বড় ম্যাচ হবে বলে জানান সাকিব। তিনি আরও জানান, প্রথম ম্যাচ থেকেই দর্শক বেশি হবে।

সিলেটের ভেন্যুতে এবারই প্রথমবারের মতো বিপিএল আসর বসছে। সাকিব জানান, ‘সিলেট আমার ফেভারিট ভেন্যুর একটি। এখানের স্টেডিয়ামটা দেশের বাইরের স্টেডিয়ামের মতো। এখানে বেড়ানোর মতো জায়গা ও সুন্দর সুন্দর হোটেল আছে। ভেন্যু আরো বেশি হলে বিপিএল আরো বড় হবে। ’

বিপিএলে লোকাল ট্যালেন্টদের জায়গা কমে যাওয়া নিয়ে সাবিক বলেন, সবগুলো টিম ৬ জন করে দেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে। সবাই সমান। আসলে কোয়ালিটি প্লেয়ার না থাকলে তো হয় না। বিপিএল শুরু হওয়ায় খেলোয়াড়দের মধ্যে বড় পরিবর্তন হয়েছে। দুই/আড়াইশ রান চেজ করা এখন কঠিন হয় না।

টুর্নামেন্টের শুরুটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাকিব বলেন, ‘ভালোভাবে শুরু করতে পারা আর সেটা ধরে রাখতে পারলে টুর্নামেন্টে ভালো রেজাল্ট আনা সম্ভব। আমাদের টিমে যে পরিমান ভালো খেলোয়াড় আছে, তাদের নিয়ে ভালো কিছু করতে পারি। এখানে বেশ ভালো রান হবে। রাউন্ডও বেশি বড় না। ম্যাচও খুব ভালো হবে বলে আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।