শুক্রবার (০৪ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, টিম হিসেবে চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছি।
তিনি আরও বলেন, আমাদের গতবারের টিমের চেয়ে এবারের টিম ভালো। এখন কিভাবে ভালো খেলা যায় সেদিকেই নজর আমাদের। কেননা টি-টোয়েন্টি ম্যাচ খুবই কঠিন। প্রতিটা টিম ও ম্যাচ চ্যালেঞ্জিং হবে।
কোচ হিসেবে এবার খুলনা শিবির পেয়েছে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধানেকে। মাহেলার সঙ্গে কাজ করতে পেরে খুশি মাহমুদউল্লাহ রিয়াদ, ‘মাহেলার ক্রিকেট ব্রেণ সম্পর্কে আপনারাও জানেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ’
বিপিএল থেকে দেশি বোলার-ব্যাটসম্যানরা কিছু শিখতে পারলে তা জাতীয় দলের জন্যও ভালো বলে মনে করেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। কেননা, প্রতি দলে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবেন দেশি ক্রিকেটাররা।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি