ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সুরমার তীরে আজ শুরু চার-ছক্কার দামামা

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
সুরমার তীরে আজ শুরু চার-ছক্কার দামামা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘আধ্যাত্মিক রাজধানী, পর্যটন নগরী কিংবা চায়ের দেশ।’ সব নামের সঙ্গেই সুখ্যাতি জুড়ে আছে সিলেটের। এবার সিলেটের পালকে যুক্ত হলো আরেকটি খ্যাতি-ক্রিকেটের নগর সিলেট।

প্রথমবারের মতো বিপিএল উন্মাদনা শুরু হতে যাচ্ছে সিলেটে। চায়ের কাপের সঙ্গে চার ছক্কার দামামায় উন্মাতাল হয়ে উঠবেন সিলেটের বাসিন্দারা।

আজ শনিবার (০৪ নভেম্বর) বিপিএল’র ৫ম আসরের পর্দা উঠার মধ্য দিয়ে সেই উন্মাদনা শুরু হতে যাচ্ছে।   

সবুজ নিস্বর্গের বুকে অবস্থান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের প্রথম গ্রীণ গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের চারপাশ ঘেরা সবুজ চা বাগানে।  

প্রকৃতির কোলে আজ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্বাগতিক সিলেট সিক্সার্সের লড়াই দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। খেলাটি শুরু হবে বেলা ২টায়।

একই দিনে মাঠে নামবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসও। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের লড়াই সন্ধ্যা ৭টায়।

এই বড় আয়োজনকে সামনে রেখে স্টেডিয়ামকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিতব্য এই বড় আসরের সফলতা নিয়ে আশাবাদী আয়োজকরা।  

খেলা শুরুর একদিন আগেই শুক্রবার অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা। সবুজ ঘাসের গালিচায় আচ্ছাদিত মাঠ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ। এখানে উইকেট ব্যাটিং পিচ ও ভালো রান করারও আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন দলের অধিনায়করা।

সিলেটের মাঠ পছন্দের অন্যতম একটি মাঠ বলে আখ্যায়িত করে ঢাকা ডায়নামাইট এর অধিনায়ক ক্রিকেট লিজেন্ড সাকিব আল হাসান। বলেন, সিলেট আমার ফেবারিট ভেন্যুর একটি। এখানের স্টেডিয়ামটা বিদেশি স্টেডিয়ামের মতো। এখানে ঘুরার মতো জায়গা ও সুন্দর সুন্দর হোটেল আছে। সিলেট স্টেডিয়ামের প্রশংসা করে জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসাইন বলেন, ‘মাঠটি অনেক সুন্দর। আশা করছি নতুন এই কন্ডিশনে আমরা ভালো খেলতে পারব। সিলেটের দর্শক সমর্থনও থাকবে মাঠে। ’

রাজশাহী দলের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, এই স্টেডিয়াম অনেক সুন্দর এবং এর আশপাশের পরিবেশও বেশ নান্দনিক। এখানকার পিচ ব্যাটিং পিচ হবে-এমনটি আশাবাদ করেন তিনি।

আজ শনিবার বেলা দুইটায় বিপিএল পঞ্চম আসরের বল গড়াচ্ছে সিলেটের মাঠে। জমকালো উদ্বোধন না হলেও বিপিএল উদ্বোধনে নিজস্ব কিছু আয়োজনের উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।

বিসিবির পরিচালক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বাংলানিউজকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝামাঝি সময়ে।

তিনি বলেন, সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা স্টেডিয়াম শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও বিরল। গ্রীণ গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের পাশেই গড়ে তোলা হচ্ছে আউটার স্টেডিয়াম। সিলেটে বিপিএল এর মতো প্রথম এই আয়োজন স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন। সিলেট পর্বে লিগের উদ্বোধনী ম্যাচ সহ ৮টি খেলা অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামটি ২০০৭ সালে গড়ে তোলা হয়। চা-বাগান ও ছোট ছোট টিলা বেষ্টিত স্টেডিয়ামে ২০১৩ সালে হয় সংস্কার কাজ। এরপর ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্টেডিয়ামটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছর স্টেডিয়ামটিতে হয়েছে প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট।

একই বছর ১৭ মার্চ টি-২০ বিশ্বকাপের আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির শেষে ২০১৬ সালের প্রথম দিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। এবার বিপিএল এর পঞ্চম আসরের পর্দা উঠছে নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত গ্রীণ গ্যালারি সম্পন্ন এই স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘন্টা, ৪ নভেম্বর, ২০১৭
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।