ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীশান্তের শেষ ভরসা সুপ্রিম কোর্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
শ্রীশান্তের শেষ ভরসা সুপ্রিম কোর্ট ছবি:সংগৃহীত

কোথাও ঠাঁই পাচ্ছেন না ভারতের হয়ে এক সময়কার ফাস্ট বোলার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য শান্তকুমার শ্রীশান্ত। তার সামনে এখন একটাই রাস্তা খোলা। সেটা হলো সুপ্রিম কোর্টে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন তোলার আবেদন জানানো।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শ্রীশান্তকে বারবার প্রত্যাখান করেছে। তারা যেন ডানহাতি এ পেসারকে আর ফেরাবে না বলে প্রতিজ্ঞা করেছে।

 

কোথাও জায়গা না পেয়ে জানিয়ে দিলেন তার সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনার কথা, ‘আমার জন্য একটাই রাস্তা এখন খোলা রয়েছে। সেটা হলো সুপ্রিম কোর্টে যাওয়া। দিনের শেষে ক্রিকেট বাদ দিলে আমার জীবন ঠিকই কাটছে। আমি লড়াই করছি আমার অধিকারের জন্য। এটা শুধু দেশের হয়ে খেলা নয়, আমার সম্মান ফিরে পাওয়ার লড়াই। ’

শ্রীশান্ত আরও জানান, গত সাড়ে চার বছর তিনি চুপ করেছিলেন, কিন্তু এখন তিনি মনে করছেন এটাই সঠিক সময় নিজের অধিকার বুঝে নেওয়ার।

এদিন অবশ্য বিসিসিআই অ্যান্টিকোরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি। তিনি বলেন, ‘আমি শুধু বলেছি, ফিক্সিং ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু বাকিদের সঙ্গে কেন অন্য রকম ব্যবহার করা হলো। শুধু এই প্রশ্নটাই আমি করেছিলাম। আমি কখনও বলিনি তাদের নাম বাইরে আনতে। সকলের থেকে আমি অনেক ভালো মতো জানি এই বিষয়ে কারণ এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ’

২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল শ্রীশান্তকে। তবে বিসিসিআইকে আবারও একহাত নিয়ে শ্রীশান্ত বলেন, ‘একজনকে দোষী বলে দেওয়া সহজ। কিন্তু সে গোটা বিশ্বকে এটা প্রমাণ দিচ্ছে সে দোষী নয়। বিসিসিআই বক্তব্যের পর বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ বোকা নয়। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।