ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর লক্ষ্য বিপিএলের শেষ চার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
মিসবাহর লক্ষ্য বিপিএলের শেষ চার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের পঞ্চম আসরে নিজ দল চিটাগং ভাইকিংসকে শেষ চারে নিয়ে তবেই দম ফেলতে চাইছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ভাইকিংসদের নেতৃত্বের ভার এবার তার কাঁধেই। দলের দলপতি হয়ে টুর্নামেন্ট শুরুর আগে ঠিক এমনই দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন।

আর সেই লক্ষ্যে মিসবাহর প্রস্তুতিটাও দুর্দান্ত চলছে বলেও জানালেন তিনি, ‘আপনি যে খেলাই খেলেন না কেন অবশ্যই সেটা জয়ের জন্য। আমরা শেষ চারে খেলতে চাই।

সেটা ভালো ক্রিকেট খেলেই। তাইতো আমরা এখানে। সেই লক্ষ্যেই আমরা কঠোর পরিশ্রম করছি। ’

শনিবার (৪ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে এমনটি জানান এই ভাইকিংস দলপতি।

বিপিএলের এবারের আসরে চিটাগং ভাইকিংস সম্পূর্ণই তারুণ্য নির্ভর। দেশি প্লেয়ারদের তালিকা দেখলে যে কেউই অবাক হবেন। এমন তারুণ্য নির্ভার দল আর একটিও হয়নি। সৌম্য, তাসকিন, এনামুল বিজয়, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাতের মতো উঠতিদের নিয়েই এবারের বিপিএল মিশনের নামছে চিটাগং ভাইকিংস।

তবে দেশিদের তালিকায় তরুণদের দাপট দেখা গেলেও বিদেশিদের কোটায় মিসবাহ, সিকান্দার রাজা, জীবন মেন্ডিস, নজিবুল্লাহ জাদরানের মতো বিদেশি অভিজ্ঞরাও দলটিতে আছেন। আর এই দুইয়ের সমন্বয়েই টুর্নামেন্টের শেষ চারের স্বপ্ন দেখছেন মিসবাহ।

মিসবাহ জানান, ‘দলটা ভালো। বেশ কিছু তরুণ প্লেয়ার আছে। ভালো কিছু বিদেশি প্লেয়ারও আছে। আমরা একে অপরের সাথে ড্রেসিং রুম এবং আমাদের ভাবনা ও খেলার পরিকল্পনা আদান প্রদান করতে পারবো। এতে করে আমরা অন্য দল সম্পর্কে আরও জানতে পারবো। ছেলেদের দেখে ভালোই মনে হচ্ছে। টিম স্পিরিটও ভালো। তাদের নিয়েই ভালো একটি টুর্নামেন্ট খেলতে পারবো বলে আশা করছি। ’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৪ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।