ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড় আবু হায়দার রনি সংবাদ সম্মেলনে জানান, ‘আজকের দিনটি আমাদের জন্য খারাপ ছিলো। দলের ব্যাটিং লাইন ভালো থাকলেও দিনটি আমাদের পক্ষে ছিলো না।
ঢাকার এই পেসার আরও বলেন, ‘সিলেট সিক্সার্সের জন্য দিনটা ভালো ছিল। তারা খুব ভালো খেলেছে। যে কারণে জিতেছে। ’
সিলেট সিক্সার্সের হয়ে ওপেনিংয়ে খেলতে নামেন শ্রীলঙ্কান খেলোয়াড় উপুল থারাঙ্গা। দর্শক চাপ সামলে ভালো খেলার বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরমেটে ভালো দলও হারতে পারে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলেছি। টিম কন্ডিশনও ভালো ছিলো। বিশেষ করে উদ্বোধনী জুটি ভালো হয়েছে। এ জন্য ম্যাচ জেতা সহজ হয়ে গেছে। ’
পাশাপাশি দর্শক সাপোর্ট পক্ষে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিপক্ষ দলের রানও কম ছিল। তবে এরচেয়ে বেশি স্কোর থাকলেও আমরা তাড়া করে জিততে পারতাম। কারণ স্বাগতিক হিসেবে আমাদের পাশে দর্শকরা ছিলো। ’
উদ্বোধনী ম্যাচে ৪৮ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৬৯ রান করে অপরাজিত থাকেন থারাঙ্গা। ফলে ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তারই হাতে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনইউ/এমআরপি