ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

ছয় মাস মাঠের বাইরে পাক পেসার উসমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ছয় মাস মাঠের বাইরে পাক পেসার উসমান ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে চলে গেলেন পাকিস্তান পেসার উসমান খান। স্ট্রেস চোটে ভোগা এ বাঁহাতির এবারের ইনজুরিটি তার ক্যারিয়ারের হুমকি হতে পারে। সপ্তাহ দুই আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে ধারণা করা হচ্ছে এই চোট উসমানকে অন্তত ছয় মাস মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ইনজুরির কবলে পড়েন উসমান।

ফলে তৃতীয় ও শেষ টি-২০ খেলা হয়নি। যা ছিলো পাকিস্তানের ঐতিহাসিক ম্যাচ। এ ম্যাচের মধ্যদিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে দলটির।  

এর আগে শ্রীলঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দলে মোহাম্মদ আমির নিজেকে প্রত্যাহার করে নিলে সুযোগ পান ২৩ বছর বয়সী উসমান।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।