ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম ভাঙায় সতর্ক করা হলো নাসিরকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
নিয়ম ভাঙায় সতর্ক করা হলো নাসিরকে ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএল শুরু হতে না হতেই ম্যাচ রেফারির সতর্কবানী শুনতে হলো সিলেট সিক্সার্স দলপতি নাসির হোসেন ও দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে। সাথে নাসির পেলেন ১টি ডেমেরিট পয়েন্টও।

শনিবার (৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ের ছয় মিনিট পর টস করতে যাওয়ায় এবং দেরিতে টিম লিস্ট জমা দেওয়ায় তাদের দু’জনকে এই সতর্কবানী দেয়া হয়েছে।

বিসিবি কর্তৃক প্লেয়ারদের জন্য প্রনীত কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.১.১ অনুযায়ী এই মৃদু শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

বলা হয়েছে তারা দুজনই বিসিবি’র লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন।

দেরিতে টস ও টিম লিস্ট জমা দেওয়ার বিষয়টি ওই ম্যাচের ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, রিয়াজ উদ্দিন, থার্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ফোর্থ আম্পায়ার আক্তারুজ্জামানের প্রতিবেদনের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তির কথা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।