ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে রিয়াদের খুলনা, ব্যাটিংয়ে সাকিবের ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ফিল্ডিংয়ে রিয়াদের খুলনা, ব্যাটিংয়ে সাকিবের ঢাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান বিপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আর গতবারের চমক জাগানিয়া দল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকার বিপিএল মিশনটা ভালো হয়নি। সিলেট সিক্সার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে তারা।

এদিকে, ঢাকার প্রতিপক্ষ হয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা।

বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক বল বাকি থাকতে জয় তুলে নেয় সাব্বির-নাসিরদের সিলেট। ৪ উইকেট আর এক বল হাতে রেখে জয় পায় সিলেট সিক্সার্স।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের দলপতি নাসির হোসেন। টস হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৫ রান। টানা দ্বিতীয় জয় পেতে ব্যাটিংয়ে নেমে সিলেট ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।