রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় ভারত। জয় দিয়ে সমতায় ফেরে কিউইরা।
তারপরও ভিভিএস লক্ষ্মণের দাবি, টি-টোয়েন্টি দলে তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার সঠিক সময় এসেছে ধোনির। তাতে ভারতীয় দলের উপকার হবে বলে মনে করেন তিনি।
নিউজিল্যান্ডের তোলা ১৯৭ রানের বিশাল ইনিংস তাড়া করতে ধোনি যখন ক্রিজে কোহলির সঙ্গে যোগ দেন, তখন ভারত ৯.১ ওভারে ৬৭/৪। রানের চাকা সচল রেখে কোহলি ৪২ বলে ৮টি চার আর একটি ছক্কায় করেন ৬৫ রান। কোহলি যখন বাউন্ডারি হাঁকাচ্ছেন, তখন ধোনি সিঙ্গেলের ওপরই নির্ভরশীল ছিলেন। লক্ষণের মতে, ধোনির এই ধীর গতির ব্যাটিংয়েই ছন্দ পেয়ে যায় নিউজিল্যান্ড। ধোনি ঠিকভাবে জ্বলে উঠতে বেশ সময়ই নিয়েছিলেন বলে মনে করেন এই সাবেক তারকা ব্যাটনম্যান।
৩৭ বছরে পা রাখা ধোনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গতি হারাচ্ছেন বলে মনে করেন লক্ষণ, ‘কোহলির স্ট্রাইক রেট যখন ছিল ১৬০, তখন ধোনির ছিল ৮০। যতদিন খেলবে ততদিন ধোনির চার নম্বরে নামা দরকার। কারণ, তার সেট হতেই সময় বেশি লাগছে। এটা জাতীয় দলের কাম্য নয়। টি-টোয়েন্টিতে সেট হওয়ার প্রশ্নই ওঠে না। এবার বোধহয় ধোনির তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সে ওয়ানডে দলে অপরিহার্য ঠিকই, কিন্তু টি-টোয়েন্টিতে জায়গা ছাড়লে কোনো তরুণের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের সুযোগ আসবে। ’
শুধু লক্ষ্মণই নন, সাবেক ভারতীয় পেসার অজিত আগারকারও একই কথা জানাচ্ছেন। তিনি জানান, ‘ধোনি শুরু থেকেই ব্যাট চালিয়ে খেললে ভারতের জেতার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এটা শুধু সেই ম্যাচেই নয়, ইদানীং দেখা যাচ্ছে ধোনি শুরু থেকেই চালিয়ে খেলতে পারছে না। তার বিকল্প খোঁজার সময় এসেছে। অন্তত টি-টোয়েন্টিতে এটা হতেই পারে। তা হলে বোধহয় দল তার অভাব তেমন টের পাবে না। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এমআরপি