ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে দেশে কিংবা দেশের বাইরে সামান্যই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের যুবারা। এইচপি দলের সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ এবং সদ্য সমাপ্ত নেপাল সিরিজ এবং তার আগে অর্থাৎ গত মাসে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচই যা।

অথচো বিশ্বকাপে অংশ নিতে আগামী ২৬ ডিসেম্বর দেশ ছাড়ছে সাইফ হাসান অ্যান্ড কোং। ১০ নভেম্বর থেকে মালয়েশিয়াতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকেই বিশ্বকাপ প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন টাইগার যুবা অলরাউন্ডার নাঈম হাসান।

এ যেন এক ঢিলে দুই পাখি মারার মতোই। এশিয়া কাপও খেলা হলো, সাথে বিদেশের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতিও হয়ে গেল।

সোমবার (৬ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছি। এরপরে ক্যাম্প আছে। আমরা সবাই ভালো পজিশনে আছি। ’

এশিয়া কাপের শেষ চারে খেলার প্রত্যয় ব্যক্ত করেন নাঈম। গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষ নেপাল, মালয়েশিয়া ও শক্তিশালী ভারতের সাথে ম্যাচ বাই ম্যাচ জিতে এই লক্ষ্যে পৌঁছাতে চাইছেন নাঈমরা, ‘আমরা ম্যাচ বাই খেলতে চাচ্ছি। যদি গ্রুপ পর্বে সবগুলো জিতি তাহলে সেমি ফাইনাল খেলবো। ’

গত মাসে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর সদ্য সমাপ্ত নেপাল সিরিজেও সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারেনি স্বাগতিক টাইগার যুবারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয় ঘরে তুললেও শেষটিতে মাঠ ছাড়তে হয়েছে হারের গ্লানি নিয়ে।

১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে আগামী ৮ নভেম্বর সকালে ঢাকা ছাড়ছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।