ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

যুবাদের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
যুবাদের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের তিন প্রতিপক্ষ নেপাল, মালয়েশিয়া ও ভারত

১০ নভেম্বর থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে আছেন সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মো. রাকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক, রনি হোসেন, আমিনুল ইসলাম বিল্পব, মো. শাখাওয়াত হোসেন, নাঈম শেখ ও শাকিল হোসেন।

স্ট্যান্ডবাই: সজিব হোসেন, রায়হান রাফসান রহমান, মনিরুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।

এশিয়া কাপে অংশ নিতে আগামী ৮ নভেম্বর সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের তিন প্রতিপক্ষ নেপাল, মালয়েশিয়া ও শক্তিশালী ভারত।

১১ নভেম্বর গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ১৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচে সাইফদের বিপক্ষে খেলবে মালয়েশিয়া। আর ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে মোকাবেলা করবে লাল-সবুজের যুবারা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।